বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সাম্প্রদাদিয়ক সম্প্রীতির দেশ। আবহমান কাল থেকেই সকল ধর্মের মানুষ এখানে মিলেমিশে বসবাস করে আসছে। এই সম্প্রীতির ফলস্বরূপ হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা আমাদের দেশে সার্বজনীন উৎসব হিসেবে প্রচলিত। সরস্বতী দেবী জ্ঞান, ন্যায় এবং সত্যের প্রতীক। শিক্ষা, সঙ্গীত ও শিল্পকলায় সফলতার আশায় হিন্দু শিক্ষার্থীরা দেবীর পূজা করে থাকেন, কিন্তু উৎসব এবং আপ্যায়নে প্রাণোচ্ছল সরব উপস্থিতি থাকে সকল ধর্মের শিক্ষার্থীরা ।
এই বছর ১৩ই ফেব্রুয়ারী ২০১৬ সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। পূজা কমিটির আহ্বায়ক হিসেবে এবারই প্রথম খুব কাছ থেকে দেখেছি পূজার আনুষ্ঠানিকতা, আগে যেখানে আমার উপস্থিতি ছিলো শুধু উৎসবে। এ এক অনন্য অভিজ্ঞতা। হিন্দ শিক্ষার্থীদের পূজার প্রতি শ্রদ্ধা এবং আনুশাঙ্গিক আয়োজনে একনিষ্ঠতা আমাকে মুগ্ধ করেছে। আমি আশা করছি দেবী তাঁর এই ভক্তদের সবার মনোবাসনা পূরণ করবেন।

নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রীনিবাসের সকল শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সফলতার প্রত্যাশা করছি। পাশাপাশি তাদের কর্মজীবনেও ন্যায় এবং নৈতিকতার প্রতিফলন কামনা করছি।
পরিশেষে, পূজা উদযাপন কমিটি-২০১৬ এর সকল সদস্যকে এবং যারা উপদেশ, পরামর্শ, আর্থিক সাহায্য দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা রাখছি তাদের আশীর্বাদ ভবিষ্যতেও নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রীনিবাসের শিক্ষার্থীদের সাথে থাকবে ।

ড. কাজী হানিয়াম মারিয়া
সহকারী ওয়ার্ডেন
নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রীনিবাস
ঢাকা বিশ্ববিদ্যালয়