ওয়ার্ডেন (ভারপ্রাপ্ত):
ড. আলেয়া বেগম

সহযোগি অধ্যাপক ড. কাজী হানিয়াম মারিয়া

নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রীনিবাসের প্রশাসনিক কার্যক্রক পরিচালনার জন্য । ওয়ার্ডেন ও সহকারী ওয়ার্ডেন নেতৃত্বে একটি কমিটি আছে। এ কমিটি প্রতিমাসে ছাত্রীনিবাসের বিভিন্ন সমস্যা নিয়ে ছাত্রীদের সাথে আলোচনা করে প্রতি মাসের ১ম সপ্তাহে ক্লাস মিটিং অনুষ্টিত হয়। এ ছাড়াও কোন সমস্যা দেখা দিলে জরুরী ভিত্তিতে তার সমাধান করা হয়।

১. মোঃ জাহাঙ্গীর আলম
২. কমলা রাণী মন্ডল
১ জন তৃতীয় শ্রেণীর ও ৬ জন চতুর্থ শ্রেণীর কর্মচারী আছে ।

ছাত্রী নিবাসটি মূলত এম, ফিল, / পিএইচডি ছাত্রীদের জন্য । অন্যান্য ছাত্রী হলে অনাবাসিক ছাত্রী হিসাবে ভর্তি হওয়ার পর । যারা আবাসিক হিসেবে থাকতে চায় শুধু তারায় এই ছত্রী নিবাসে আবাসিক হিসেবে থাকে । বর্তমানে আবাসিক ছাত্রী সংখ্যা ১৩০ ।

ছাত্রীনিবাসের ছাত্রীরা ২০১৮ সনে ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস পালন করে ।
২০১৯ সনে ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস এবং ২৫ শে মার্চ স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করে । এ ছাত্রী নিবাসের ছাত্রীরা বিশ্ববিদ্যালদের বিভিন্ন খেলাধুলায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করে থাকে।

এ ছাত্রী নিবাসের ছাত্রীরা সাফল্যজনকভাবে বিশ্ববিদ্যালদের বিভিন্ন খেলাধুলায়
( ইনডোর গেমস ) ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহন করে থাকে। দিবসগুলিতে তারা আলোচনা , র্যালি, অনুষ্ঠান ও প্রবন্ধ পাঠের প্রতিযোগিতার আয়োজন করে থাকে।
১ লা জুলাই বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অবদান, উন্নয়ন ও সম্প্রসারন শীর্ষক শিরোনামে প্রবন্ধ পাঠের এক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ছাত্রী নিবাসে ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এ প্রতিযোগীতায় অংশগ্রহণ কৰে। এছাড়া গান, কবিতা আবৃত্তি, অভিনয় কৌতুকের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করে।

ছাত্রী নিবাসের মুসলিম ছাত্রীরা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী . রমজান মাসে ইফতার পার্টি এবং হিন্দু ছাত্রী সরস্বতী পূজা পালন করে থাকে।

নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রী নিবাসে একটি লাইব্রেরি ও একটি পাঠকক্ষ আছে। পাঠ্যসূচীর অর্ন্তভুক্ত ও পাঠ্যসূচীর বহির্ভূত প্রয়োজনীয় বিষয়ের ৭৮৫ টি বই আছে।এই বই ছাত্রীরা নিয়মিত লাইব্রেরি থেকে ইস্যু করে নিয়ে পড়াশুনা করে।পাঠকক্ষে ৩ টি জাতীয় পত্রিকা ও ২ টি সাপ্তাহিক ম্যাগাজিন সরবরাহ করা হয়।

ছাত্রী নিবাসে ১টি ডাইনিং আছে ছাত্রীরা এই ডাইনিং এ নিয়মিত খাওয়া দাওয়া করে ।

নবাব ফয়জুন্নেসা চেীধুরাণী ছাত্রী নিবাসে চিত্তবিনােদনের জন্য ক্যারাম, লুডু, দাবা, টেবিলটেনিস খেলার ব্যবস্থা আছে। এছাড়া ডিসসহ ১টি ৪৯ রঙ্গিন টেলিভিশন আছে ।