ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম.ফিল/পি.এইচ.ডি পর্যায়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের আবাসনের সুযােগ সৃষ্টি করে দেয়ার লক্ষ্যে নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রীনিবাস। এর উদ্ভোধন হয়, ১৯৯৪ সালে উদ্ভোধিত এই ছাত্রীনিবাসটি ঢাকা বিশ্ববিদ্যালয় তথা সমগ্র উপমহাদেশের সর্ব প্রথম ছাত্রীনিবাস আবাসন সংকটের কারনে নারী। শিক্ষার্থীদের যাতে উচ্চশিক্ষা অর্জনে ব্যাঘাত না ঘটে তাই ছিল এই ছাত্রীনিবাস উদ্ভোধন এর মূল উদ্দেশ্য।

এই ছাত্রী নিবাসে ১৩০ জন দেশী/ বিদেশী শিক্ষার্থীর আবাসনের সুযােগসহ বিভিন্ন প্রকার সুবিধা রয়েছে যা শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রমকে সমৃদ্ধ ও ত্বরান্বিত করেছে। প্রতি বছরই শিক্ষার্থীরা উচ্চতর ডিগ্রী অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে। সাফল্যমন্ডিত করছে এবং নিজেদের এই লব্ধ জ্ঞানকে দেশ/ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সফলভাবে উপস্থাপন করছে।

আমি প্রত্যাশা করছি শিক্ষা জীবনের পাশাপাশি আধ্যাত্নিক সততা, নৈতিকতা ও সেবার আদর্শে উজ্জীবিত হয়ে নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রী নিবাসের শিক্ষার্থীরা জীবনের সকল ক্ষেত্রে সফলতার সাথে এগিয়ে যাবে। সকল গবেষক প্রকৃত শিক্ষা, আদর্শ ও মূল্যবােধ ধারণ করে দেশ ও জাতির কল্যানের অগ্যদূত হবে এই শুভকামনা করছি।

 

Dr. Sharmin Musa
ওয়ার্ডেন
নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রী নিবাস
ঢাকা বিশ্ববিদ্যালয়